Thursday, 26 May 2016

অ্যান্ড্রয়েড দিয়ে প্রতিদিন ৫ ঘণ্টা করে ফ্রী কথা বলুন ১০০ % কাজ করবে।

আশা করি সবাই ভাল আছেন,না থাকলে আমি আজ আপনাদের মন ভাল করে দিব
কি টাইটেল দেখেই চমকে উঠছেন,আরে ভাই অবিশ্বাস্য হলেও সত্যি এবার আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে ফ্রিতে কথা বলতে পারবেন আবার এসএমএস ও পাঠাতে পারবেন। এতে কোন প্রকার টাকা লাগবে না তো চলুন শুরু করি।
অ্যাপ টি 26 তারিখ আপডেট হয়েছে।
প্লে স্টোর এ রেটিং হলো ৪.৮
আপডেট হওয়ার পর থেকে ১ দিনে ২ লক্ষ ডাউনলোড হয়েছে।

প্রথমে ফ্রি কলের এপসটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
[N.B Download করার জন্য Download এর নিচ থেকে টিক চিহ্ন টা উঠিয়ে Download এ ক্লিক করবেন ]
এখন app টি ইন্সটল করে ওপেন করুন এবং Sign Up ক্লিক করেন।

এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে Next এ ক্লিক করেন।

এবার দেখুন আপনার মোবাইলে একটি কোড এসেছে,তা দিন এবং আপনার নাম ও পাসওয়ার্ড দিয়ে Done বাটনে ক্লিক করেন।

এখন Get Started এ ক্লিক করেন,ক্লিক করেন এরকম পিক দেখতে পাবেন এবং সাইন আপের জন্য ১০০০ ক্রেডিট ফ্রি পাবেন।

এবার Get More Credits এ ক্লিক করেন,ক্লিক করলে বিভিন্ন অপশন থাকবে যা থেকে ফ্রি ক্রেডিট নিতে পারবেন।

এরপর Calls এ ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত মোবাইল নাম্বার ডায়াল করে নীল বাটনে ক্লিক করে কল দিন।দেখবেন ফ্রি কল লেখা আছে। প্রতিমিনিটে ৫ ক্রেডিট লাগবে কল দিতে তাই বেশি বেশি ক্রেডিট সংগ্রহ করে নিন।আর এসএমএস দিতে মাত্র ১ ক্রেডিট লাগবে।


আশা করি আজকের এই এপ্সটি আপনাদের খুব ভাল লাগবে।
ধন্যবাদ

ঝিলিক টেলিকম

এর সাথে থাকার জন্য।

0 comments:

Post a Comment