Sunday, 7 February 2016

প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে বের হচ্ছে Android Virus। তাই ২০১৬ সালের আপডেট ও বাছাই করা ৮টি অ্যান্টিভাইরাস থেকে বেছে নিন আপনারটি। নইলে খবর আছে কিন্তু!!!!!

হ্যালো বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন।
যাই হোক প্রযুক্তির সাথে পাল্লা লেগে বর্তমানে যে হারে ভাইরাস ও হ্যাক করা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে বেশির ভাগ উদ্ভদ টাইপের মানুষেরা জড়িত হচ্ছে দিনের পর দিন। তবে আমাদের বিচলিত হবার কোনো প্রয়োজন নেই।
কারণ প্রযুক্তি শুধু হ্যাকার দের জন্য নয়। প্রযুক্তি আমাদের জন্যও আছে। তাই আপনি কি ২০১৬ সালের বেষ্ট অ্যান্টিভাইরাস ব্যবহার করছেন?প্রশ্ন রইল। যদি না করেন তাহলে দেখে নিন নিম্মোক্ত অ্যান্টিভাইরাসগুলো কি কি কাজে আসতে পারে আপনার জন্য। [যেটা ডাউনলোড করতে চান পিকচার অথবা লেখা এর উপর ক্লিক করুন।

1. CM Security: best malware protection

 

2. 360 Security - Antivirus: best real-time protection

3. Kaspersky Internet Security: best anti-phishing protection

4. Malwarebytes Anti-Malware: best privacy manager

5. AVL: best interface

6. AVG Antivirus Security: best for protection and anti-theft

7. Norton Security Antivirus: best premium version

8. avast! Antivirus & Security: most features
যারা উপরোক্ত অ্যান্টিভারাস গুলোর সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা গুগল প্লে স্টোরে চলে যান। আর সার্চ বক্সে সার্চ করুন নাম লিখে।

ভালো রাখুন।থালো থাকুন। ভালো রাখুন।থালো থাকুন। ভালো রাখুন।থালো থাকুন। ভালো রাখুন।থালো থাকুন। ভালো রাখুন।থালো থাকুন। ভালো রাখুন।থালো থাকুন। ভালো রাখুন।থালো থাকুন। ভালো রাখুন।থালো থাকুন। ভালো রাখুন।থালো থাকুন। ভালো রাখুন।থালো থাকুন। ভালো রাখুন।থালো থাকুন। ভালো রাখুন।থালো থাকুন। ভালো রাখুন।

0 comments:

Post a Comment