Monday, 25 January 2016

মাত্র ২ মিনিটে তৈরী করুন হলোগ্রাফিক গ্লাস এবং নিজের স্মার্টফোন দিয়েই দেখুন হলোগ্রাফিক ভিডিও।

আপনারা সবাই নিশ্চয় হলগ্রাফিক ভিডিওর নাম শুনেছেন। হলগ্রাফিক ভিডিও হল কোন রকম তল ছাড়া শুন্যর উপর চলা 3D ভিডিও। আপনি নিশ্চয় হলিউড মুভি দেখেন, সেক্ষেত্রে আপনি হলগ্রাফিক ভিডিও দেখার কথা। আয়রনম্যান এর মত মুভি গুলোতে হলগ্রাফিক ভিডিও অনেক বেশী ব্্যবহৃত হয়েছে। আইফোন ৭ এ হলগ্রাফিক নিয়ে কাজ করার কথা, তবে মনে হয় না এতো তাড়াতাড়ি সম্ভব।
যাইহোক, আজকে আমি দেখাবো আপনি কিভাবে বাসায় বসে মাত্র ২ মিনিটে হলগ্রাফিক গ্লাস বানাবেন, এবং আপনার বানানো হলগ্রাফিক গ্লাস দিয়ে হলগ্রাফিক ভিডিও দেখবেন।
প্রয়োজনীয় উপকরণ :
১. পাতলা সচ্ছ প্লাস্টিক/পুরনো সিডির কভার।
২. কেঁচি / কাটার
৩. স্কেল
৪. স্কস্টেপ
প্রথমে নিচের ছবির মত মাপ নিয়ে পাতলা প্লাস্টিক থেকে এক টুকরা কেটে নিন। এই রকম একই মাপের ৪ টুকরা প্লাস্টিক লাগবে।
কাটা শেষ হয়ে গেলে নিছের ছবির মত করে কাটা অংশ গুলো লাগান।



এতোটুকু হয়ে গেলে কাজ প্রায় শেষ। এরপর আপনি স্কস্টেপ দিয়ে ৪ টা অংশকে জোড়া লাগিয়ে পিরামিড আকৃতির করে নিবেন। এই পর্যায়ে আপনার হলগ্রাফিক গ্লাস বানানো শেষ। এখন আপনি ইউটিউব থেকে হলোগ্রাম প্রোজেক্ট নামক ভিডিও নামিয়ে নিতে পারেন, অথবা সরাসরি ইউটিউব থেকে প্লে করতে পারেন। আপনার বানানো হলগ্রাফিক গ্লাস টা মোবাইল স্ক্রিন এর মাজ বরাবর বসিয়ে জাদু দেখতে থাকুন।

0 comments:

Post a Comment