Monday, 18 January 2016

ফোন থেকে খালি খালি টাকা কেটে নিয়ে যায়? অপারেটরকে গালি দিচ্ছেন? তাহলে কিছু আলোচনা করা যাক।কম্পানি চিটার নাকি এটা আপনার অসাবধানতা?

ফোন থেকে খালি খালি টাকা কেটে নিয়ে যায়? অপারেটরকে গালি দিচ্ছেন? তাহলে কিছু আলোচনা করা যাক।কম্পানি চিটার নাকি এটা আপনার অসাবধানতা?
ফোন থেকে টাকা কাটে আসলে আপনার অসতর্কতা আর অসাবধানতার কারনে। শুধু শুধু কম্পানি/পারেটরকে গালি দিয়ে ফায়দা নেই।
ব্রাউজার দিয়ে নেট ব্রাউজের সময় ব্রাউজারের হোম পেজে কিছু অটোমেটিক লিঙ্ক/এড/শরটকাট আসে। এগুলো হলো আপনি যে সিম দিয়ে নেট চালাচ্ছেন তার wap থেকে আসা কিছু সার্ভিসের লিঙ্ক। এগুলোতে ক্লিক করা মানে আপনি তাদের ওই সার্ভিসটা চালু করলেন এবং সেই বাবদ আপনার ব্যালেন্স থেকে তাদের সার্ভিসের ধরন মোতাবেক চার্জ হবে।
যেমন ক্রিকেট সার্ভিস, মিউজিক, রেডিও, ইনফো সার্ভিস, সেলিব্রেটি সার্ভিস ইত্যাদি।
এই এড গুলোতে ক্লিক করামাত্রই wap এর মাধ্যমে আপনি এই সার্ভিসের সাবস্ক্রাইবার হয়ে গেলেন।
মুলত এখানে আপনার নিজের অসাবধানতা অথবা না জানার কারনেই এমন সার্ভিসে নিজের অজান্তেই
সাবস্ক্রাইব করে ফেলেন এবং এর জন্য টাকা কেটে নিয়ে যায় চার্জ বাবদ।
সমাধানঃ
কখনোই ব্রাউজারের হোম পেজের কোনো এডে ক্লিক করবেননা যেগুলো অটো চলে আসে স্পীড ডায়ালের লিস্টে। আর না বুঝলে অন্য যেকোনো যাগাতেও কখনই কোনো এড/সার্ভিস আইকনে ক্লিক করবেননা।
আর যদি একবার কোনোটা চালু হয়েই যায় এবং টাকা কাটতে থাকে, তবে কিছু সার্ভিস চালু হবার কনফার্মেশন মেসেজেই তাদের সার্ভিস বন্ধ করার নিয়ম থাকে। সেভাবে বন্ধ করে দিন।
আর তাতেও না হলে হেল্প লাইনে কল করে নির্দিষ্ট সার্ভিসের নাম/নাম্বার বলে অফ করাতে হবে।
আর এক প্রকার সমস্যা হয় যে অনেকেই খালি সোশাল/ফেসবুক প্যাক কিনে ব্যবহার করেন। জেনারেল ডাটা প্যাক থাকেনা ফোনে।
এতে কি হয়,
সোশাল প্যাক তো খালি ফেসবুক/সোশাল এপ্লিকেশনগুলা দিয়েই কাটবে।
কিন্তু স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে অথবা ফোরগ্রাউন্ডে অনেক এপ্লিকেশন থাকে যেগুলা প্রায়ই সামান্য ডাটা ইউজ করে থাকে ব্যাকগ্রাউন্ডে।
তো আপনার ফোনে তো খালি সোশাল প্যাক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের এপ গুলা তো আর তা বুঝেনা, ওরা তো নেট লাগলে যেখানেই পাবে সেখানেই টানবে, যার ফলাফলে জেনারেল ডাটা না থাকার কারনে ডিরেক্ট ব্যালেন্স থেকেই কষে দেয়!  😈 
যার কারনে স্ট্যান্ডার্ড ডেটা চার্জে আপনার ব্যালেন্স থেকে টাকা চলে যায়।
সমাধানঃ
হয় ফোনের ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে রাখুন। অথবা ফোনে সুবিধা মত একটা জেনারেল ডেটা প্যাক কিনে রাখুন সবসময়। তাতে করে ব্যাকগ্রাউন্ডে কেউ ডাটা টানলে জেনারেল ডাটা প্যাক থেকেই যাবে। টাকা আর কাটবেনা।
তবে সোশাল প্যাক কেনার পরে জেনারেল প্যাক না কিনে আগে জেনারেল প্যাক কিনুন।
কারন এখন সব অপারেটরের সিস্টেমেই আপনি সর্বশেষ যে প্যাকেজ কিনবেন, আপনার ডাটা সার্ভিসে সেই প্যাকের কন্ডিশনই এপ্লাই হবে।
অর্থাৎ যদি সোশাল প্যাক কেনার পর জেনারেল প্যাক কেনেন, তবে সোশাল প্যাক আর চলবেনা। জেনারেল প্যাক থেকেই চার্জ হবে। কিন্তু আগে জেনারেল প্যাক কিনে পরে সোশাল প্যাক কিনলে সোশাল প্যাকের মেয়াদ যে কয়দিন থাকে সে কয়দিনই সোশাল আর জেনারেল প্যাকের মেয়াদ থাকবে। সোশালের মেয়াদ শেষ হয়ে গেলে জেনারেলের মেয়াদও শেষ।
আবার আগে সোশাল কিনে পরে জেনারেল কিনলে সোশাল এপ্লিকেশন গুলা সোশাল থেকে চার্জ না করে জেনারেল থেকে চার্জ করবে।
তাই আগে জেনারেল প্যাক কিনে তারপর বেশি মেয়াদের সোশাল প্যাক কিনুন।
আর ফোনে অবশ্যই ইন্টারনেট স্পীড মিটার ইউজ করে রাখবেন। এতে করে ব্যাক গ্রাউন্ডে কেউ ডাটা ইউজ করছে কিনা নোটিফিকেশন বারের স্পীড মিটারে রিডিং দেখলেই বুঝতে পারবেন।
অনেকের ফোনে স্পীড মিটার না থাকায় তারা ডাটা কোথায় কিভাবে হাওয়া হয় যায় টের পাননা।  😥
আবার অনেকেই স্মার্টফোন ইউজ করেন, নেট ইউজ করেননা।
অথচ ভুলে ডাটা কানেকশন চালু করে রেখে দেন। এতেও ব্যাকগ্রাউন্ডের এপ গুলা ডাটা টানতে গিয়ে ব্যালেন্স থেকেই স্ট্যান্ডার্ড ডেটা রেটে কষে দেয়। :p এতে করে ব্যালেন্স হাওয়া!
তাই ডাটা কানেকশন অফ করে রাখুন যখন দরকার না হয়।

0 comments:

Post a Comment