নানা কারনে আপনার স্মার্ট ফোনটি ব্রিক করতে পারে।। তখন স্টক রম ফ্ল্যাশ করতে হয়।আর ফ্লাস করতে গেলে ৩০০ থেকে ৪০০ টাকা লাগে।
SPD Chipset এর ফোন কিভাবে ফ্লাশ করে তা আমি নেটে সার্চ করে কোন ভাল ফল পাই নি। তাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করছি কিভাবে Android SPD Chipset এর ফোন ফ্ল্যাশ করবেন।যা যা প্রয়োজনঃ
- SPD Chipset এর Android ফোন।
- SPD upgrade tool (ডাউনলোড)
- একটি USB কেবল।
- একটি কম্পিউটার।
- USB Driver (ডাউনলোড)
- অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ হলে ভাল হয়।
কার্যপ্রনালীঃ
প্রথমে আপনার কম্পিউটার এ ড্রাইভার ইন্সটল করুন।ড্রাইভার ইন্সটল সম্পন্য হলে Finish করুন।
এবার আপনার ফোনের মডেল অনুযায়ী স্টক রম নামিয়ে নিল Google এ সার্চ করে। অবশ্যই টেষ্ট করা এবং পাসওয়ার্ড বিহীন ফাইল। কেননা পাসওয়ার্ড দেয়া ফাইল এর পাসওয়ার্ড সংগ্রহ করতে আপনার প্রায় ১০০ - ২০০ টাকার মত খরচ হতে পারে। নয় তো বা আবার ডাউনলোড করা লাগতে পারে।
এবার ফ্লাস টুলস টি ওপেন করুন।
এবার Load Packet এ ক্লিক করুন।
সবে সেখান থেকে আপনার ডাউনলোড কৃত PAC ফাইল টি স্লেক্ট করে ওপেন করুন।
ফাইল ওপেন কমপ্লিট হলে নিচের মত উইন্ডো দেখতে পাবেন।
এবার Start Downloading এ ক্লিক করুন।
এবার আপনার ফোনের ব্যটারি খুলে USB ক্যানেক্ট করুন। এবার Volume Down বাটন
প্রেস করে রেখে বা রাখা অবস্থায় ব্যাটারি কানেক্ট করুন। দেখবেন নিচের মত
ফ্লাস শুরু হয়ে গেছে।
ফ্লাস সম্পন্য হলে Passed Message দেখতে পাবেন।
উপরিউক্ত প্রক্রিয়ায় কাজ টি করতে গেলে আসা রাখি কোন সমস্যায় পরবেন না।










0 comments:
Post a Comment