Hello বন্ধুরা, কেমন আছেন সবাই? আসাকরি সকলে ভাল আছেন। আজ আমি আপনাদের
শিখাব কিভাবে একটি ফোল্ডার এ সহজেই password দিতে পারেন। আপনার পিসি তে
কোন ফোল্ডার এ কিছু ফাইল রেখেছেন যা আপনি চান না অন্য কেউ দেখুক। ফোল্ডার
টিতে password দিতে চান। এ জন্য বিভিন্ন সফটওয়্যার ঘাটাঘাটি করেছেন কিন্তু
তেমন খুশি হতে পারছেন্না। তাই আজকে আপনাদের শিখাব একটি সহজ উপায়। কথা না
বাড়িয়ে কাজে চলে যাই।
এ জন্য প্রথমে আপনার প্রয়োজন winrar/winzip software যা আপনার পিসি তে আশাকরি আছে। আর না থাকলে এখান থেকে winrar ডাউনলোড করুন।
যে ফোল্ডার টিতে password দিতে চান সে ফোল্ডার টিতে রাইট ক্লিক করুন এবং ‘add to archive’ এ ক্লিক করুন।
তারপর ওকে দিন। ব্যাস। আপনার password protected একটি .rar ফোল্ডার তৈরি হবে। এরপর আগের unprotected ফোল্ডার টি ডিলিট করে দিতে পারেন। নতুন ফোল্ডার/ rar file টিতে password দিয়ে আপ্লার ফাইল এ অ্যাক্সেস করতে পারবেন।
আজ এতটুকুই।
এ জন্য প্রথমে আপনার প্রয়োজন winrar/winzip software যা আপনার পিসি তে আশাকরি আছে। আর না থাকলে এখান থেকে winrar ডাউনলোড করুন।
যে ফোল্ডার টিতে password দিতে চান সে ফোল্ডার টিতে রাইট ক্লিক করুন এবং ‘add to archive’ এ ক্লিক করুন।
![]() |
এরপর ‘set password’ এ ক্লিক করে আপনার password দিন।
এরপর ‘encrypt file names’ এ টিক দিন। এতে কেউ ফোল্ডার এ ঢুকতে চাবার সাথে
সাথেই password চাবে। আর যদি টিক না দেন তাহলে সে ফোল্ডার এ ঢুকে ফাইল এর
নাম গুলো দেখতে পাবে কিন্তু ওপেন করতে গেলে password চাবে।
তারপর ওকে দিন। ব্যাস। আপনার password protected একটি .rar ফোল্ডার তৈরি হবে। এরপর আগের unprotected ফোল্ডার টি ডিলিট করে দিতে পারেন। নতুন ফোল্ডার/ rar file টিতে password দিয়ে আপ্লার ফাইল এ অ্যাক্সেস করতে পারবেন।
আজ এতটুকুই।




0 comments:
Post a Comment