- শিল্পীঃ কিশোর কুমার ও লতা মঙ্গেশকর
- অ্যালবামঃ অনুসন্ধান
- সুরকারঃ রাহুল দেব বর্মণ
- গীতিকারঃ পাওয়া যায় নি
- বছরঃ ১৯৮১
কাছে এল এতদিন দূরে ছিল যে
রঙ্গে রঙ্গে এ জীবন ভরে দিল সে
আমার সপ্ন যে সত্যি হল আজ।
পাখি আর ভ্রমরের ভাষাতে
ভরে গেছি শুধু আলো আশাতে
আজ মন জাগে যেন ভালোবাসাতে
কাছে ডাকো কথা রাখ
নয় ভোল লাজ।
আকাশের রঙ ওই নীলাভ
এত খুশি কাকে আর বিলাব
আজ তুমি আমি একই সুরে মিলাব
মন ভলে সুর দোলায় তুমি দোল আজ।
স্বপ্নেরই মায়াজাল বুনে যে
দিনকাল গেছে কাল গুনে যে
আজ এলে তুমি এই ফাল্গুনে যে
কাছে এসে ভালোবেসে মুখ তোল আজ।
আমার সপ্ন যে সত্যি হল আজ
কাছে এল এতদিন দূরে ছিল যে
রঙ্গে রঙ্গে এ জীবন ভরে দিল সে
আমার সপ্ন যে সত্যি হল আজ।

0 comments:
Post a Comment